প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

তারেক পাঠান

নরসিংদী প্রতিনিধি

নওগাঁয় র‌্যাবের হাতে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক

   
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ১৯ জানুয়ারি ২০২৩

নওগাঁয় র‌্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) এর মাদক বিরোধী অভিযানে জেলার ধামইরহাট উপজেলার উত্তর চক রহমত মাদ্রাসা এলাকা হতে ফেন্সিডিল সহ এক জন পেশাদার মাদক ব্যবসায়কে আচক করেছ।

র‌্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামি সহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে বৃহস্পতিবার রাত ০০.৩০ ঘটিকার সময় জেলার ধামইরহাট থানাধীন উত্তর চক রহমত মাদ্রাসা এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৪ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল সহ মাদক ব্যবসায়ী সুরুজ ইসলাম লিটন (২৯) হাতেনাতে গ্রেফতার করে।

সুরুজ ইসলাম লিটন জেলার ধামইরহাট উপজেলার উত্তর চক রহমত গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। উল্লেখ্য, সুরুজ ইসলাম লিটন উত্তর চক রহমত মাদ্রাসা এলাকার একজন মাদক ব্যবসায়ী। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: