প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ডি এইচ মান্না

সিলেট প্রতিনিধি

গোলাপগঞ্জে ব্র্যাকের ওয়াটার পয়েন্টস’র উদ্বোধন করলেন জেলা প্রশাসক

   
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ১৯ জানুয়ারি ২০২৩

সিলেট জেলা প্রশাসক মো: মজিবর রহমান ব্রাকের ভূয়সী প্রশংসা করে বলেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির এরিয়া ম্যানেজার মো: হুছেন আলী চলমান প্রকল্পটি (ইনক্রিজিং এ্যাকসেস টুইমপ্রুভড ওয়াটার, স্যানিটেশন এ্যান্ড হাইজিন সার্ভিসেস ইন স্কুলস্ অ্যাক্রস বাংলাদেশ) সম্পর্কে ব্যাখা প্রদান করা হয়। এবং অত্র উপজেলায় মোট ১৩টি এবং জেলায় ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করা হয়েছে।

এ প্রকল্পের আওতায় যে সকল কাজ করা হয়েছে-নিরাপদ পানি পানের জন্য গভীর নলক‚প স্থাপন, পানির গুণগতমান পরীক্ষা (আর্সেনিক, আয়রন, স্যালাইন, পিএইচ, ই-কোলাই, টিডিএস, টেম্পারেচার, ফ্লোরাইড, নাইট্রেট ও ইসি), নিরাপদে পানিপান ও পরিস্কার-পরিচ্ছন্ন হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের পৃথকভাবে ওয়াটার পয়েন্টস্ স্থাপন, স্কুলে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন শিক্ষা কার্যক্রম ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনার জন্য স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের নিয়ে স্কুল ওয়াশ কমিটি গঠন, ছাত্র-ছাত্রীদেরজন্য স্থাপনকৃত ওয়াটার পয়েন্টস সর্বদা সচল ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখারজন্য স্কুল থেকে একজন কেয়ার টেকার নির্বাচন এবং তাকে কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান, ছাত্র-ছাত্রীদের পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা বৃদ্ধি, তাদেরকে দিয়ে স্কুল মনিটরিং এর মাধ্যমে ল্যাট্রিন, ওয়াটার পয়েন্টস্ ও স্কুল ক্যাম্পাস যেন সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন থাকে।

এজন্য স্টুডেন্ট ব্রিগেড গঠন ও ওরিয়েন্টেশন প্রদান, হাইজিন শিক্ষার জন্য একটি হাইজিন বিষয়ক ফ্লিপচার্ট প্রদান, ল্যাট্রিন, ওয়াটার পয়েন্টস্ ও স্কুল ক্যাম্পাস সর্বদা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে স্কুলের মাধ্যমে একটি ওয়াশ তহবিল গঠন, ছাত্র-ছাত্রদের হাত ধোয়ার প্রবনতা বৃদ্ধি, সাবান ব্যবহারে ছাত্র-ছাত্রীদের অধিকার তৈরি এবং তাদের অংশীদারিত্বা বোধ তৈরী করতে সাবান উৎসব পালন, মাসিককালীন সময়ে ছাত্রীদের তাৎক্ষনিক চাহিদা পূরণ ও সচেতনতা বৃদ্ধি, উক্ত সময়ে তাদের উপস্থিত নিশ্চিতকরণ, অংশীদারিত্বা বোধ তৈরী করা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্য ন্যাপকিন উৎসব পালন, ক্লাসরুম ও স্কুল ক্যাম্পাস পরিস্কার রাখার জন্য শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতি মাসে একবার ক্লিন আপ ডে পালন, পানির লাইনকে জীবাণুমুক্ত রাখার জন্য ক্লোরিনেশনের উপর প্রশিক্ষণ প্রদান, ল্যাট্রিন ও ওয়াটার পয়েন্টস্ পরিচ্ছন্ন রাখার জন্য পরিচ্ছন্নতা বিষয়ক সরঞ্জাম প্রদান ও পাইপ লাইনে প্রাথমিক সংষ্কার কাজের জন্য টুলবক্স প্রদান। মাধ্যমিক বিদ্যালয়ে হাইজিন শিক্ষাও সাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করায় ব্র্যাকওয়াশ কর্মসূচির প্রশংসা করেন। তিনি বলেন এধরনের কার্যক্রম গ্রামের প্রতিটি বিদ্যালেয়ে থাকা জরুরী।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ব্র্যাক ওয়াশ কর্মসূচি কর্তৃক নির্মিত ওয়াটার পয়েন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এম কে শাফি (এলিম), ব্রাকের বিভাগীয় ব্যবস্থাপক মো: রিপন চন্দ্র মন্ডল, ব্র্যাক জেলা প্রতিনিধি অনিক আহমদ অপু, এরিয়া ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম, এরিয়া ব্যবস্থাপক মো: আবুল কাসেম, স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি আয়লাফ আহমদ চৌধুরী, অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ ফয়সল, ব্র্যাকওয়াশ কর্মসূচির কর্মসূচি সংগঠক মো: আবু হানিফ, কামরূল হাসান সহ অন্যান্য শিক্ষক, অভিভাবকবৃন্দ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: