প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজারি ক্লাবে তামিম

ছবি - সংগৃহীত
অনন্য এক রেকর্ড গড়লেন তামিম ইকবাল। শুক্রবার (২০ জানুয়ারী) ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন। এদিন ৫ রান পেছনে থেকে ব্যাটিংয়ে নামেন বাঁহাতি ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারে ফরহাদ রেজাকে ৪ মেরে তামিম এই কীর্তি গড়েছেন।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪ হাজার ৫৬২ রান করে সবার ওপরে আছেন ব্যাটিং দানব ক্রিস গেইল। বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগে ফেরি করে বেড়ানো গেইল ম্যাচ খেলেছেন ৪৬৩টি। রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলা শোয়েব মালিক আছেন দুই নম্বরে। ৪৯৬ ম্যাচে তার রান ১২ হাজার ১৯৯। ক্যারিবীয় আরেক ব্যাটার কাইরন পোলার্ড ৬১৪ ম্যাচে করেছেন ১১ হাজার ৯১৫।
তামিম তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে বিশ্ব চষে বেড়িয়েছেন। জাতীয় দল ও বিপিএল ছাড়াও খেলেছেন পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপ, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ও নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে। বিশ্ব একাদশেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। কুড়ি ওভারের ক্রিকেটে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় তামিমের অবস্থান ৩৯ নম্বরে। তামিমের আগে ৩৮ জন ক্রিকেটার আছেন। মহেন্দ্র সিং ধোনির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশের সেরা এই ওপেনার। ভারতীয় সাবেক অধিনায়কের রান ৭ হাজার ৭২। এই রিপোর্ট লেখা পর্যন্ত তামিম ৭ হাজার ৩৭ রানে অপরাজিত আছেন।
চট্টগ্রামের বিপক্ষে ম্যাচের আগে ২৪২ ম্যাচে ২৪১ ইনিংস ব্যাট করে তার হাফসেঞ্চুরি ৪৫টি, সেঞ্চুরি চারটি। ক্রিকেটের ছোট ফরম্যাটে শীর্ষ বাংলাদেশি ব্যাটসম্যানের তালিকায় তার পরেই আছেন সাকিব আল হাসান। ৩৫৭ ইনিংসে তার রান ৬ হাজার ৫৪৬।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: