দলে দলে বাণিজ্য মেলায় দর্শনার্থীরা

   
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ২১ জানুয়ারি ২০২৩

ছবি - সংগৃহীত

জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যতই দিন যাচ্ছে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ততই বাড়ছে। শনিবার (২১ জানুয়ারি) সাপ্তাহিক ছুটিতে সকাল থেকেই মেলার মাঠে দর্শনার্থীদের সমাগম দেখা গেছে। অনেকেই আসছে সপরিবারে। আবার কেউ আসছেন বন্ধুদের সঙ্গে দল বেঁধে। সবমিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র পরিণত হয়েছে মিলনমেলায়। মেলার শুরুর দিকে শুধু আশপাশের এলাকার মানুষকে আসতে দেখলেও এখন দূরদূরান্ত থেকেও অনেকে আসছেন।

শনিবার (২১ জানুয়ারি) সকালে মেলার প্রধান ফটকে অসংখ্য দর্শনার্থীদের প্রবেশ লক্ষ্য করা গেছে। দর্শনার্থীদের কাছ থেকে মেলা টিকিট সংগ্রহ করতে নিরাপত্তা কর্মীরা হিমশিম খেয়ে যাচ্ছেন। মেলায় প্রবেশের সারি গিয়ে ঠেকেছে প্রায় আধা কিলোমিটার দূরে। মেলার প্রবেশ গেটে পুলিশ ও মেলা কর্তৃপক্ষের লোকজন নিরাপত্তায় আছে।

রাজধানীর মিরপুর থেকে বন্ধুদের নিয়ে মেলায় ঘুরতে এসেছেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, আমাদের ব্যাচের আজ কোনো ক্লাস নেই। তাই আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম শনিবার আমরা বাণিজ্য মেলায় যাব ঘুরতে। সবাই না এলেও একসঙ্গে আট জন আসতে পেরেছি। এখন পুরো বাণিজ্য মেলা ঘুরে দেখব, খাব আর ছবি তুলবো, আড্ডা দেব। সুন্দর একটি দিন কাটাবো বলে আশা করছি।

ভৈরবের আলুকান্দা থেকে আসা একটি ব্যাংকের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আজ সরকারি ছুটির দিন হওয়ায় পরিবার নিয়ে মেলা প্রাঙ্গণে এসেছি। বিকেলে আরও একটি কাজ আছে তাই সকাল সকাল এসেছিলাম মেলায়। আমার স্ত্রী পরিবারের জন্য কিছু কেনাকাটা করেছে। এতেই তিনি খুশি। এখনই ফিরছি বাড়ির উদ্দেশ্য।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: