কুষ্টিয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ডিআইজি’র সহধর্মিনী

কুষ্টিয়ায় খুলনা রেঞ্জের ডিআইজি’র সহধর্মিনী পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী রওশন জাহান নুপুর এর কুষ্টিয়া জেলায় আগমন উপলক্ষে পুনাক নারী কল্যাণ সমিতি কুষ্টিয়ার আয়োজনে শনিবার বেলা ১২টায় পুনাক কুষ্টিয়ার সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া পুলিশ সুপারের সহধর্মিনী পুনাক নারী কল্যাণ সমিতির কুষ্টিয়ার সভানেত্রী দিলরুবা আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি’র সহধর্মিনী পুনাক নারী কল্যাণ সমিতির সভানেত্রী রওশন জাহান নূপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া (পিবিআইয়ের) সহধর্মিনী নার্গিস পারভীন, কুষ্টিয়া জেলা শাখার বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদক ডাঃ আসমা জাহান লিজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজের) সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। প্রধান অতিথি প্রথমে পুনাক কুষ্টিয়া আর্ট স্কুল পরিদর্শন করেন শিশুদের সাথে সময় কাটান। পরে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে অসহায় পরিবারের মাঝে ৫টি সেলাই মেশিন উপহার হিসেবে তুলে দেন।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন পারিবারিক বন্ধন অটুট রাখতে হবে পুনাক নারীদের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। আপনারা সবাই সবাইকে সহযোগিতা করবে। আমরা আমাদের স্বামীকে দেশ ও জাতির জন্য উৎসর্গ করেছি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিকে অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার কুষ্টিয়ার সহধর্মিনী ও পুনাক নারী কল্যাণ সমিতির সভানেত্রী দিলরুবা আলম ক্রেস দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মাননা করেন।
এ সময় বিভিন্ন ইউনিটের মহিলা পুলিশ সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: