ধর্মপাশায় বেদে-হরিজন-নৈশ্য প্রহরী-হতদরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ০৩:৫৪ পিএম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বেদে, হরিজন, নৈশ্য প্রহরী, হতদরিদ্র ২শ টি শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে থানা প্রাঙ্গণে ধর্মপাশা থানা পুলিশ বিতরন করে।

ধর্মপাশা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, সুনামগঞ্জ পুলিশ সুপার এহসান শাহর দিক নির্দেশনায় ধর্মপাশা থানা পুলিশ কর্তৃক বেদে সম্প্রদায়, হরিজন সম্প্রদায়, বিভিন্ন বাজারের নৈশ্য প্রহরি সহ হতদরিদ্র ২০০টি শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

বিতরণ কালে ধর্মপাশা থানার জৈষ্ঠ্য সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ আব্দুস সবুর মিয়া, সাব-ইন্সপেক্টর (নিঃ) শামীম কবির, সহকারী সাব-ইন্সপেক্টর(নিঃ) মোঃ মনিরুজ্জামান, নারী কনস্টেবল শাহেনা আক্তার উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: