নয়াপল্টনে বিএনপি নেতা মতিনকে শেষ শ্রদ্ধা

ছবি - সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম মতিনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২১ জানুয়ারী) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এর আগে দলীয় পতাকা দিয়ে মরহুমের কফিন ঢেকে দেওয়া হয়।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মতিনের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আজকে শোকের দিনেও বলতে হয়, গণতন্ত্র পুনরুদ্ধারে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আন্দোলন-সংগ্রামে মতিনের অবদান তুলে ধরে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।
জানাজায় অংশ নেন বিএনপির নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, রিয়াজউদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আমিরুজ্জামান খান শিমুল, কৃষক দলের হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের রাজিব আহসান, ডা. জাহিদুল কবির জাহিদ, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহিন, এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আবদুস সাত্তার, ছাত্রদলের সাবেক নেতা জহিরুল ইসলাম বিপ্লবসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা।
জানাজা শেষে নয়াপল্টন থেকে দ্বিতীয় জানাজার জন্য মতিনের কফিন মোহাম্মদপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর আগে গতকাল শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ৫৭ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আতিকুল ইসলাম মতিন।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: