দীর্ঘদিন পর বেশ ভালো ঘুমিয়েছেন জেসিন্ডা

দীর্ঘদিন পর বেশ ভালো ঘুমিয়েছেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন। নিজের পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এমনটাই জানালেন তিনি। প্রধানমন্ত্রীর চেয়ার থেকে ঘোষণা দিয়ে কোনো ভুল করেছেন বলেও অনুশোচনা হচ্ছে না তার। গতকাল শুক্রবার নেপিয়ারে এক বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
আগের দিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন বিশ্বনন্দিত এ রাজনীতিক। তার এ ঘোষণায় বিশ্বনেতারা চমকে গেলেও তাকে সাধুবাদ জানিয়েছেন। তাকে একজন পরিচ্ছন্ন রাজনীতিক উল্লেখ করে বিশ্বনেতারা বলেছেন, জেসিন্ডাকে বিশ্ব রাজনীতি অনেক দিন মনে রাখবে।
শুক্রবার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নারীবিদ্বেষ ঘটিত কিছু কারণে জেসিন্ডা পদত্যাগ করছেন—এমন অভিযোগ খারিজ করে দেন তিনি। ঘোষণা অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি ক্ষমতা ছাড়বেন জেসিন্ডা আরডেন। আগামীকাল রোববার ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করবেন লেবার পার্টির এমপিরা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: