প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

রাসেল শেখ

গাজিপুর প্রতিনিধি

তুরাগ তীরে আখেরি মোনাজাত দুপুর ১২টায়

   
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, ২২ জানুয়ারি ২০২৩

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ রবিবার (২২ জানুয়ারি) তাবলিগের মাওলানা সাদপন্থী অংশের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্ব সমাপনীর মাধ্যমে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ তাবলিগ জামাতের ৫৬তম বিশ্ব ইজতেমাও শেষ হবে। আজ রবিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বলেন, আজ রোববার দুপুর ১২টার আখেরী মোনাজাত। মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন মাওলানা ইউসুফ কান্ধলভী।

এদিকে রোববারের আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে মুসল্লিরা শনিবার রাত থেকে ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন। শীত উপেক্ষা করে লাখো মুসল্লি বিশ্ব ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছেন।

রবিবার (২২ জানুয়ারি) বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আশরাফুল।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: