‘অসংখ্য অভিনন্দন বন্ধু’ ফারুকীকে লিখলেন ‘ফারাজ’ নির্মাতা

খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি দীর্ঘ প্রায় চার বছর ধরে নানান বাহানায় সেন্সরে আটকে ছিল। অবশেষে আলোর মুখ দেখল ছবিটি— মুক্তিতে আর কোনো বাধা নেই।
এর আগে, গতকাল শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা নেই বলে ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর আপিল কমিটি। ইতোমধ্যে তাদের কাছ থেকে মুক্তির সবুজ সংকেতও পেয়েছে গেছেন ছবিটির নির্মাতা ফারুকী। তবে শর্তসাপেক্ষে ছবিটি মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শ্যামল দত্ত।
দীর্ঘ অপেক্ষার পর আনন্দের খবরটি নিজের সোশ্যাল হ্যান্ডেলেও শেয়ার করেছেন নির্মাতা। আর সেই পোস্টের কমেন্ট বক্সেই ঝড় উঠেছে তার ভক্ত-অনুরাগীদের। সেখানেই ফারুকীকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।তবে এত শুভেচ্ছা বার্তার মধ্যে নেটিজেনের চোখ আটকে গেল একজন বিশেষ ব্যক্তির মন্তব্যে। আর সেটি করেছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা হানসাল মেহতা। যিনি ‘ফারাজ’ ছবিটির পরিচালক।
ফারুকীকে ‘বন্ধু’ সম্বোধন করে হানসাল মেহতা লেখেন, অনেক অভিনন্দন জানাই বন্ধু তোমাকে। অন্যপাশ থেকে জানাই ভালোবাসা। প্রতিবেশী দেশ থেকে বন্ধুর এমন শুভেচ্ছা বার্তায় সাড়া দিয়েছেন ফারুকীও। ‘হার্ট’ ইমোজিতে তিনিও জানিয়েছেন ভালোবাসা। লিখেছেন, অবশ্যই কমরেড।
জানা যায়, আগামী দুই শুক্রবারের যেকোনো একটিতে হলে ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন ফারুকী। অর্থাৎ বলিউডের ‘ফারাজ’, যেটা মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। সেটি মুক্তির আগেই দেশের মানুষের সামনে নিজের ছবিটি মেলে ধরতে চান এই নির্মাতা।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশে দুটি ছবি নির্মাণ করা হয়েছে। তবে দুটো ছবির মুক্তি নিয়েই চলছে নানামাত্রিক বিতর্ক। কিন্তু এরমধ্যে বলিউডের ‘ফারাজ’ মুক্তির তারিখ চূড়ান্ত হলেও ঢালিউডের ‘শনিবার বিকেল’ এতদিন আটকে ছিল সেন্সর বোর্ডে। তবে দীর্ঘদিন চেষ্টার পর অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: