প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

অনুপস্থিতির কারণ জানতে এসে পেলেন শিক্ষিকার মরদেহ

   
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ২২ জানুয়ারি ২০২৩

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে এক শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন যাবত এই বাসায় একাই ভাড়া থাকতেন। উদ্ধারকৃত শিক্ষিকা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মৃত নিবারন চন্দ্র পালের মেয়ে সমাপ্তি পাল সোনালী। তিনি একই উপজেলার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

রবিবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের জামতলার একটি ভাড়া বাসা থেকে পুলিশ এই শিক্ষিকার মৃতদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ পৌর শহরের জামতলা এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকছিলেন সমাপ্তি। রবিবার সকালে স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে লোক পাঠান প্রধান শিক্ষক। পরে বাসার দরজায় টেবিল দিয়ে আটকানো দেখেন। এছাড়া সমাপ্তির মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালেহ আহমদ বলেন, ‘সোনালী পাল এক দশক ধরে আমাদের বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শহরের একটি বাসায় ভাড়া থেকে তিনি নিয়মিত স্কুলে যাতায়াত করতেন।’

তিনি আরও বলেন, ‘সোনালী পাল আজ রবিবার কোনও ছুটি নেননি। দুপুরের দিকে খোঁজ নিতে পাঠাই এরপর খবর পাই বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। এর চেয়ে বেশি কিছু আমরা জানি না।’

ওই শিক্ষিকার মামাতো ভাই তপু পাল জানান, সকালে স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে প্রধান শিক্ষক তাকে ফোন দিলে তিনি সোনালী পালের বাসায় এসে দেখেন দরজা একটা টেবিল দিয়ে আটকানো, ভিতরে সোনালীর মরদেহ ঝুলছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, শিক্ষিকার মরদেহটি ঘরের একটি ফ্যানের সঙ্গে ঝুলছিল। মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের সুরতহাল তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: