প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

   
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, ২২ জানুয়ারি ২০২৩

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক সোহেল রানা (৪৫)। আজ রোববার দুপুরে উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সোহেল রানা ঠাকুরগাঁও সদর উপজেলার পস্তমপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঠাকুরগাঁওয়ের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বলেন, রোববার দুপুরে আমতলী এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সঙ্গে সংঘর্ষ। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। আহত হন ট্রাকের চালক। এ ঘটনায় ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুপুরে আমতলী এলাকার রেলক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: