শীর্ষে ওঠার লড়াইয়ে ফিল্ডিংয়ে বরিশাল

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ০২:০০ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে ঢাকায় দ্বিতীয় পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। আজ যারা জিতবে, তারাই উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। এমন ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান।

চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখেছিল বরিশাল। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল সিলেট। এরপর টানা চার ম্যাচ জিতে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে অবস্থান করছে সাকিব আল হাসানের দল।

অন্যদিকে আসরের শুরু থেকেই উড়ছে সিলেট। যদিও প্রথম পাঁচ ম্যাচে টানা জয়ের পর সবশেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারের মুখ দেখেছে তারা। তবে এরপরও প্রথম দেখায় জয় পাওয়ায় বরিশালের বিরুদ্ধে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে মাশরাফীর দল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: