প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আরিফ হোসেন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

   
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি ২০২৩

ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচায় সরিষা খেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারী) উপজেলার দক্ষিণ আইচা থানাধীন উত্তর চরমানিকা গ্রামের কলির দোকান সংলগ্ন সরিষা খেত থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেন দক্ষিণ আইচা থানা-পুলিশ।

দক্ষিণ আইচা থানার ওসি সাখয়াত জানান, মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কলির দোকান এলাকার শানু মাতাব্বরের সরিষা খেতে ওই অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বৃদ্ধের বয়স আনুমানিক ৭৫ বছর।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: