প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

দিলওয়ার খান

বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা

‘মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিন’

   
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি ২০২৩

নেত্রকোণা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ বলেছেন, পুলিশি সেবাকে গনমুখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিকআইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সারা দেশের ন্যায় নেত্র‌কোণা জেলায়ও বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকাল পূর্বধলার মানবতা সমাজকল্যাণ সংস্থা ও জটিয়াবর ইসলামী সমাজকল্যাণ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও মাদক মুক্ত সমাজ গঠনে বিশেষ আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন। তিনি

আরও বলেন, প্রত্যেকটি ইউনিয়নে একজন উপ-পুলিশ পরিদর্শকপদমর্যাদার অফিসারকে বিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ সদস্যরা তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থাঅর্জন করে নিরাপত্তাকে আরো জোরদার করা সম্ভব। আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় প্রায় শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার।

এতে উপস্থিত ছিলেন পূর্বধলা জুটিয়াবর কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, পূর্বধলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জিনিয়া জামান, অফিসার ইনচাজ মোহাম্মদ সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: