ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের জামিন, দুধ দিয়ে গোসল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘী ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করেছেন। এর আগে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহত আব্দুল মালেক হত্যা মামলায় কারাগারে ছিলেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার তার গ্রামের বাড়িতে এসে দুধ দিয়ে গোসল করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ মার্চ সাগরদীঘি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের দিন ভোর রাতে ওই কেন্দ্রে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হেকমত শিকদারের লোকজন ব্যালট ছিনতাই করছে- এমন খবর পেয়ে বিক্ষুব্ধ কয়েকশ মানুষ স্থানীয় একটি ভোটকেন্দ্র ঘেরাও করে। এ সময় কেন্দ্রের ভেতর থেকে তাদের ওপর গুলি ছুড়লে ঘটনাস্থলেই স্থানীয় যুবদল কর্মী আব্দুল মালেক (৪৫) নিহত হন।
এ ঘটনায় ঘাটাইল থানায় মামলা করে পুলিশ। এ ছাড়া, নিহত মালেকের পরিবার হেকমত শিকদারসহ ২১ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। একাধিক তদন্তকারী সংস্থা মামলাটি তদন্ত করার পর সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ওই মামলাতেই ১লা জানুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন চেয়ারম্যান হেকমত সিকদার।
সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, আমার পরিবারের কেউ জেল খাটেনি। আমিই প্রথম কারাগারে থেকেছি। এতে বাড়িতে আসার পর পরিবারের লোকজন দুধ দিয়ে গোসল করে পবিত্র করেন।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: