কেরানীগঞ্জে মেছোবাঘ উদ্ধার, জঙ্গলে অবমুক্ত

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৪:২১ পিএম

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: ঢাকার কেরানীগঞ্জে স্থানীয় যুবকের হাতে ধরা পড়া ৪ মাস বয়সী একটি মেছোবাঘ ছানা উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে। বুধবার (২৫ জানুয়ারী) সকালে উপজেলা বন বিভাগের তত্ত্বাবধানে মনোহরদী এলাকায় ছানাটি অবমুক্ত করা হয়।

জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানার তারানগরের মনোহরদী এলাকার মোঃ সাব্বির নামের এক যুবক বিকালে বাগানে ঘুরতে গেলে দেখতে পায় তিনটি শিয়াল মেছোবাঘের ছানাটিকে তাড়া করছে। সাব্বির সামনে এগিয়ে গিয়ে ছানাটিকে উদ্ধার করে। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়।

কেরানীগঞ্জ উপজেলার বন বিভাগ কর্মকর্তা রবিউল হক চৌধুরী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে মেছো বাঘের ছানাটি উদ্ধার করে মনোহরদী এলাকার জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে উপজেলার মডেল থানাধীন তারানগর মনোহরদী এলাকা থেকে বাঘছানাটি উদ্ধার করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: