কারাগার থেকে জামিনে মুক্ত বিএনপির দুই নেতা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৬:৩৮ পিএম

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খাইরুল কবির খোকন এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ মোঃ ফজলুল হক মিলন। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে তারা বেরিয়ে আসেন।

কারা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর করলে জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় তারা বের হতে পারেননি। আজ দুপুরে কারাগারে জামিন আদেশ পৌছানোর পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার অনাপত্তি সাপেক্ষে দুপুর আড়াইটায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

এর আগে, পল্টন থানার নাশকতা ও ভাঙচুর মামলায় গত ৭ই ডিসেম্বর তাদেরকে আটকের পরদিন আদালতে নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: