বাখরাবাদ গ্যাস কোম্পানীর নবনির্বাচিত সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৭:৫৮ পিএম

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি ১৯৩৩ এর নবনির্বাচিত সভাপতি আবুল খায়ের সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির স্বপনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ বেলায়েত হোসেন।

অভিযোগে তিনি উল্লেখ্য করেন গতকাল আনুমানিক সকাল দশটায় বাখরাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সংশ্লিষ্ট কিছু কাজে ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে অবস্থান করছিলেন এই সময়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-এর নব নির্বাচিত কর্মচারী ইউনিয়ন (১৯৩৩)-এর সভাপতি মো: আবুল খায়ের সরকার, পিতা: মরহুম বশির উল্লাহ সরকার, গ্রাম: ধনেশ্বর, ডাকঘর: রাজাপাড়া, কোতয়ালী, কুমিল্লা ও সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির (স্বপন), পিতা: আ: কাদের সরকার, ঠাকুরপাড়া, বাগানবাড়ী, কোতয়ালী, তারা ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে প্রবেশ করে কোন কিছু বুঝে উঠার আগেই গত ২৩ তারিখে অনুষ্ঠিত কর্মচারী ইউনিয়ন নির্বাচনে তাদের বিপক্ষের দলকে সমর্থন করার অভিযোগ তুলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্চিত করতে উদ্যত হয়ে তাঁর দিকে তেড়ে আসে এক পর্যায়ে উপ-মহাব্যবস্থাপক মোঃ বেলায়েত হোসেন দেখে নেযার হুমকি ধামকি প্রদান করে।

এসময় ব্যবস্থাপনা পরিচালক তাদের নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা তাদের উদ্ধত আচরণ বজায় রাখে। তাদের এহেন অপেশাদারসুলভ, আক্রমনাত্মক, অশোভনীয় আচরণ ও দেখে নেয়ার হুমকি প্রদান করায় তিনি ভীতসন্ত্রস্ত হযে নিরাপত্তাহীনতায় ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

জিডিতে আরো উল্ল্যেখ করেন ঘটনার সময়ে ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে ব্যবস্থাপনা পরিচালক সহ কোম্পানির মহাব্যবস্থাপক (বিপণন), কোম্পানি সচিব, উপ-মহাব্যবস্থাপক (কো. সে.) ও উপ-ব্যবস্থাপক (আইন) উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ বেলায়েত হোসেন বলেন, আমি কুমিল্লা শহরে পরিবার নিয়ে বসবাস করি। তাদের এ আচরনে আমি নিজে ও পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতার ভুগছি। বিষয়টি সুষ্ঠু তদন্ত ও প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: