প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ইয়ানুর রহমান

যশোর প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দর দিয়ে দু’দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

   
প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, ২৬ জানুয়ারি ২০২৩

পেট্রাপোল বন্দর দিয়ে দুদিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। বুধবার ২৫শে জানুয়ারি বেনাপোল সিএন্ডএফ এজেন্টস ষ্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান।

বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পূজার উপলক্ষে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ বিষয়ে দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার সকাল থেকেই পূনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত যথাযথ স্বাভাবিক থাকবে।

চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ জানান, বৃহস্পতিবার বন্দর থেকে পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি আবারও কার্যক্রম শুরু হবে৷

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: