কোহলি দিলেন গাড়ি, সুনীল বাড়ি; বিয়েতে যেসব উপহার পেলেন রাহুল-আথিয়া

দীর্ঘদিনের প্রেমের পর সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল ও বলিউড অভিনেতা সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি। গত সোমবার (২৩ জানুয়ারি) অভিনেতার খান্ডালা হাউজে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের চার হাত এক হয়েছে।
জানা গেছে, বিয়েতে মেয়েকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন সুনীল শেঠি। মুম্বাইয়ের সেই অ্যাপার্টমেন্টের মূল্য ৫০ কোটি রুপি। এছাড়া ভারতীয় দলে রাহুলের বন্ধু বিরাট কোহলি তাকে ২.১৭ কোটি রুপি মূল্যের একটি বিএমডাব্লিউ গাড়ি উপহার দিয়েছেন। এ ছাড়াও ভারতের আরেক সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রাহুলকে উপহার হিসেবে দিয়েছেন ৮০ লাখ টাকার একটি কাওয়াসাকি নিনজা বাইক।
সুনীলের ঘনিষ্ঠ বন্ধু বলিউডের ভাইজান সালমান খান আথিয়াকে ১.৬৪ কোটি রুপির একটি অডি গাড়ি উপহার দিয়েছেন। তার আরেক ঘনিষ্ঠ বন্ধু জ্যাকি শ্রফ দিয়েছেন ৩০ লাখ টাকার একটি চোপার্ড ঘড়ি। এ ছাড়াও আথিয়ার ঘনিষ্ঠ বন্ধু অর্জুন কাপুর তাকে ১.৫ কোটি টাকার একটি হীরার ব্রেসলেট উপহার দিয়েছেন।
জানা গেছে, আগামী মে মাসে আইপিএল শেষে রাহুল-আথিয়ার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে রাহুলের ক্রিকেট সঙ্গীদের পাশাপাশি আথিয়ার বলিউড সঙ্গীরাও যোগ দেবেন।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেশটির বিনোদন অঙ্গনের তারকাদের প্রেম-সংসারের যোগসূত্র দীর্ঘদিনের। শর্মিলা ঠাকুর-টাইগার পতৌদি, আজহারউদ্দিন-সঙ্গীতা বিজলানি, বিরাট কোহলি-অনুশকা শর্মা অনেকেই রয়েছেন সেই তালিকায়। এবার সেখানে যুক্ত হলো আরও এক জুটির নাম, কে এল রাহুল-আথিয়া শেঠি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: