অঞ্জলি আর আরাধনায় চলছে বিদ্যার দেবী সরস্বতী পূজা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে চুয়াডাঙ্গা বড় বাজার পূজা মন্ডপসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রতি বছরের ন্যায় এবারো বড় বাজার পূজা মণ্ডপ এবং তার আশপাশের সনাতন ধর্মাবলম্বিদের কয়েকটি বাড়িতে ব্যক্তিগত উদ্যোগেও সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এই পূজা উপলক্ষে আগে থেকেই শহরের শেখপাড়া, মাস্টারপাড়া এলাকা রঙিন সাজে সাজানো হয়েছে। মণ্ডপের রাস্তাসহ ভিতরে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এই উৎসবে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে অঞ্জলি অর্পণ করবেন সনাতন ধর্মাবলম্বীরা। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা।
চুয়াডাঙ্গা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু বলেন, ‘চুয়াডাঙ্গার বড় বাজার পূজামণ্ডপ ছাড়াও জেলার চার উপজেলার পূজামণ্ডপ এবং কিছু ব্যক্তি আয়োজনে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এবছর চুয়াডাঙ্গায় শতাধিক পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে’।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকাল ১১টায় অঞ্জলি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানীকতা শুরু হয়। সারাদিন ভক্তরা বিদ্যার দেবী স্বরতীর আরাধনা ও বন্দনায় ব্যস্ত সময় পার করবেন।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: