জয়পুরহাটে অপহরণকারী চক্রের মূলহোতাসহ আটক ৪

অপরাধ দমন মূলক অভিযান চালিয়ে বুধবার রাত পোনে ১২ টার সময় জয়পুরহাট শহরের পাঁচুরমোড় এলাকা থেকে অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অপহরণের স্বিকার হওয়া এক মেয়েকেও উদ্ধার করা হয়।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃত ৪ জন হচ্ছেন লালমনিরহাট জেলা সদরের সাদেক নগর এলাকার মোঃ আব্দুল্লাহ আল মাসুম(২২) (মূলহোতা), মোঃ ওবায়দুল ইসলাম(২৬), মোঃ ময়নুল হক(২৩) ও মোঃ সোহেল রানা(২২)।
র্যাব জানায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভিকটিম আফরোজা মিনু (১৮) পাঁচবিবি থেকে জয়পুরহাট জেলা সদরের পাচুর মোড় এলাকায় শপিং করতে আসেন। অপহরণকারীরা ভিকটিম আফরোজা মিনুকে অপহরণের উদ্দেশ্যে লালমনিরহাট থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে নিয়ে জয়পুরহাট আসে। এ সময় জয়পুরহাট র্যাব ক্যাম্পের ৬ দায়িত্বরত এফএস সদস্য পাম্পে বাইকের জ্বালানি তেল নিতে যাওয়ার সময় বিষয়টি লক্ষ করে এবং কোম্পানি অধিনায়ককে বিষয়টি জানায়। খবর পেয়ে স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে জয়পুরহাট র্যাব ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অপহরণকারী চক্রের মূলহোতাসহ চার সদস্যকে আটক করার পাশাপাশি ভিকটিম আফরোজা মিনুকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ছাড়াও অভিযানের সময় মোবাইল সেট ৪টি, নগদ ৪ হাজার ৬শ টাকা ও ২টি ডেবিট কার্ড উদ্ধার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে বলেন ভিকটিম আফরোজা মিনুকে বিয়ে করার উদ্দেশ্যে তারা তাকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়েরসহ তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: