প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

আমার এখন যত্ন দরকার: মাহিয়া মাহি

   
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ২৬ জানুয়ারি ২০২৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। নিজের সিনেমার বাহিরে এখন সামাজিক কর্মকাণ্ডেই ব্যস্ত তিনি। এরই মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতিও নিয়েছিলেন। নিজের সঙ্গে ঘটা সকল মুহুর্তই ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি এক ফেষবুক স্ট্যাটাসে মাহি বললেন, আমার এখন যত্ন দরকার। নিজের ফেসবুক হ্যান্ডেলে কেন এমনটা লিখলেন? এটাই এখন প্রশ্ন নেটিজেনদের। তারা এর অনেক মানেই বের করেছেন। সেসব অর্থ আবার মাহির ফেসবুক পোস্টের মধ্যেও লিখেছেন। আদতে কি সেসব ধারণা সত্য?

মাহি লিখেছেন, ‘আমার এখন যত্ন দরকার, অনেক শান্তি দরকার, অনেক হাসি দরকার, চলো দূরে কোথাও, লাল নীল শহরে যাই, এই শহরের বাতাস খুব বিষাক্ত হয়ে গেছে।’ নিজের একটি ছবি পোস্ট করে এমন আকাঙ্ক্ষার কথাই লিখেছেন মাহি।

একজন নির্মাতা মাহির এই পোস্টের মধ্যে পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন, ‘সমুদ্রের কাছে যাও। বিশাল জলরাশি আর দূর দিগন্তের নীলে তাকিয়ে থাকো… খুউব মন ভালো হয়ে যাবে!’ আরেকজন লিখেছেন, ‘ভালো সিদ্ধান্ত। নীল শহর ঘুরে এসে জানিয়ো ওখানকার পরিবেশ কেমন? ভালো হলে আমিও একবার ঘুরতে যাব।’

না.হাসান/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: