প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

রাসেল শেখ

গাজিপুর প্রতিনিধি

গাজীপুরে পাঠ্যক্রম বাতিলের দাবিতে মানববন্ধন

   
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ২৬ জানুয়ারি ২০২৩

গাজীপুরে শিক্ষাক্রম ২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জরিতদের শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভবানীপুর বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাজীপুর সদর থানার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন গাজীপুর সদর থানার সহ সভাপতি মুহাম্মদ রুমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর সদর থানার সভাপতি মাওলানা রহমত উল্লাহ, গাজীপুর জেলা সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মায়ারিফুল ইসলাম, জেলার কওমী বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইউনুস মোল্লা, মিজানুর রহমান ও মুহাম্মদ হাসান আলী, রাফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিত ভাবে ধ্বংসের নীলনকশা করা হচ্ছে। পাঠ্যপুস্থকে ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে নানা কাল্পনিক গল্প সাজিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। মানুষের আদি সৃষ্ঠি বানর থেকে এমন ভুল ব্যাখ্যা দিয়ে পাঠ্যপুস্তক তৈরি করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়নি বরং আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য অস্ত্র তুলে দেওয়া হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: