‘বগুড়ায় উপনির্বাচনে ৬৭ শতাংশ ভোট পাবে নৌকা’

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ০৮:১৬ পিএম

গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টে শতকরা ৬৭ শতাংশ মানুষ বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

আওয়ামী লীগের এ শীর্ষ নেতা বলেন, ‘বগুড়ায় প্রবেশের সময় কিছু সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলাম, ১ ফেব্রুয়ারি ভোটে কি হবে। তারা বললেন, একবার ভুল করেছি। ন্যাড়া একবারই বেলতলা যায় আর যাবেনা। ধানের শীষে ভোট দিয়ে বগুড়ার মানুষর উন্নয়নের জন্য তাদের সংসদে পাঠিয়েছিল। তারা সাড়ে ৪ বছরে চার কোটি টাকার গাড়ি ৬০ লাখ টাকায় ও ঢাকার পূর্বাচলে সরকারি প্লট ভোগ করে আমাদের ভোট তামাশায় বিলিয়ে দিয়েছে। আগামী ১ তারিখের ভোটে এর জবাব আমরা দেব।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, ‘আমাদের প্রার্থী রাগেবুল আহসান রিপু আগুনের গোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ৬১ হাজার অন্ধকার গ্রামে বিদ্যুৎ বা পদ্মা সেতু ও কর্ণফুলী ট্যানেল করেনি। রিপুকে মননোয় দিয়ে আপনাদের আকাঙ্ক্ষাও পুরোন করেছে। আপনাদের ভোট নিয়ে যারা বেঈমানি ও তামাশা করেছে আজ এমপি হওয়ার জন্য কিছু মানুষ তাদের দরজায় কড়া নাড়ছে। আজ সারাদেশে এগিয়ে যাচ্ছে। তাই বগুড়ার অসমাপ্ত কাজ শেষ করা জন্য নৌকা মার্কা ও রিপুকে ভোট দিতে হবে।’

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বগুড়া শহরের শহীদ খোকন শিশু উদ্যানে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যেতে বাংলাদেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আগামী পহেলা ফেব্রুয়ারি এক অপ্রত্যাশিত নির্বাচন আপনাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এ ধরণের নির্বাচন চাইনি। তারা সকল সুযোগ সুবিধা নিয়ে শেষ বছরে এসে পদত্যাগের নামে আপনাদের সাথে প্রতারণা করেছে। চার কোটি টাকা দামের গাড়ি ষাট লাখ টাকায় নিয়ে সরকারি ভোগ করে নাটক সাজিয়ে কুলাঙ্গাররা পদত্যাগ করেছেন।’

আওয়ামী লীগের শীর্ষ এ নেতা আরও বলেন, ‘বিএনপি এ দেশে একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে। এরা বাস-ট্রেনে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। পুলিশ ও বিজিবি সদস্যও এদের নারকীয়তা থেকে রক্ষা পায়নি। তারা দাবি করে এই বগুড়ার মালিক তারা। আমি বলতে চাই এই বগুড়ার মালিক জনগণ।’ ‘বগুড়ায় আগামী ১ তারিখ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে রিপু আপনাদের অসমাপ্ত কাজ করবে। রিপুকে ভোট দিলে এই বগুড়ার সদর এলাকায় চাহিদা মোতাবেক বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে। বগুড়ার মানুষ সামাজিক মর্যাদাবান শিক্ষিত মানুষকে এমপি নির্বাচিত করবেন। রিপু নির্বাচিত হলে বগুড়ায় বিমানবন্দর ও অর্থনৈতিক অঞ্চল চালু হবে। আপনারা শেখ হাসিনার প্রার্থীকে ভোট দিলে শেখ হাসিনাও আপনাদের উন্নয়ন উপহার দিবেন।’

‘আপনারা বোঝেন না, আপনাদের চিঠি দিয়ে বুঝাতে হবে। এই নির্বাচন এতটায় গুরুত্বপূর্ণ যে আমরা এতগুলো কেন্দ্রীয় নেতা বগুড়ায় এসেছি। আমরা এখানে বেড়াতে আসিনি। আমাদের শেখ হাসিনা পাঠিয়েছেন নৌকার প্রার্থীর ভোট চাইতে।’

এ জনসভার সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এস এম কামাল হোসেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, সাখাওয়াত হোসেন সফিক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

সভার সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল। বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাচনী এ জনসভায় প্রায় ৫হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: