বিয়েতে আপত্তি করায় প্রাণ দিলো জেসমিন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রেমিকের বিয়েতে আপত্তি করায় প্রেমিকার বিশ পানে জেসমিন বেগম(২৩)নামের এক তরুণী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তরুণী ওই গ্রামের জমির মিয়ার মেয়ে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান,উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুস ওয়ারিছের (৪০) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল জেসমিনের সঙ্গে। প্রেমিক আব্দুস ওয়ারিছ গত মঙ্গলবার ভোরে প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে স্বজনদের কাছে ধরা পড়েন। এ বিষয়টি স্থানীয়রা সালিসে দেখার প্রস্তাব দেন। এদিকে মেয়েটির পরিবারের পক্ষ থেকে ছেলেকে বিয়ের কথা বললে ছেলে বিয়ে করতে রাজি হয়নি। এনিয়ে বৃহস্পতিবার সকালে তরুণীর ঘরে থাকা কীটনাশক পান করলে তাকে উপজেলার একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকে আব্দুস ওয়ারিছ পলাতক রয়েছেন।
জেসমিনের ভাই শাহিনুর বলেন,বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার বোন কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য (স্থানীয় মেম্বার) ফজলু মিয়া বলেন,আব্দুস ওয়ারিছ বিবাহিত হওয়ায় মেয়ের মা বিয়ে দিতে রাজি হননি। আমাদের ধারণা ওই তরুণী আবেগে আত্মহত্যা করেছে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কের কারণে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: