মাঝ আকাশে সন্তানের জন্ম দিলেন নারী

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ১১:৪৩ এএম

মাঝ আকাশে বিমানে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী যাত্রী। টোকিও থেকে দুবাই যাওয়ার পথে মা হন তিনি। মা ও সন্তান দুজনই সুস্থ আছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, টোকিওর নারিতা থেকে বিমানটি দুবাই যাচ্ছিল। অন্তঃসত্ত্বা ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। খবর পেয়ে বিমানের ক্রুরা এগিয়ে আসেন। শেষ পর্যন্ত বিমানের মধ্যেই সন্তানের জন্ম দেন ওই নারী। এই ঘটনা সত্ত্বেও বিমান সময়মতোই বিমানবন্দরে পৌঁছেছে বলে জানয়েছেন বিমান সংস্থা এমিরেটস।

এমিরেটস বিমান সংস্থার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, দুজনের শারীরিক অবস্থাই স্থিতিশীল। দুবাই পৌঁছনোর পর স্থানীয় মেডিকেল স্টাফরা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। সব সময়ই আমাদের যাত্রী ও ক্রু সদস্যদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব পায়।’

বিমানে অন্তঃসত্ত্বা নারীদের সাধারণত উঠতে দেওয়া হয় না। তবুও মাঝ আকাশে এমন প্রসবের ঘটনা বিরল নয়। এমিরেটস বিমান সংস্থা ৭ মাস পর্যন্ত অন্তঃসত্ত্বাদের বিমানে উঠতে দেয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: