বগুড়ায় ফেন্সিডিলসহ গ্রেপ্তার দু’জন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ০৩:৫৫ পিএম

বগুড়ায় ১৫৫ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দুপুর সোয় ১২ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমানমোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দু’জন হলেন, রংপুর জেলার কতোয়ালী এলাকার আব্দুস জব্বারের ছেলে মারুফ হোসেন বাবু (২৫) ও বগুড়া সদর উপজেলার পলাশবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে ওমর ফারুক (৪০)।

র‌্যাব ১২-বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমানমোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় মারুফ ও আমজাদকে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ও তাদের ব্যবহত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‌্যাব ১২- বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার দু’জনকে সদর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: