মাইক্রোবাস চাপায় নারীর মৃত্যু, চালক পলাতক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ০৩:৫৮ পিএম

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা তুলাতুলি গোডাউনের সামনে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাস চাপায় অজ্ঞাত (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে। নিহত নারীর মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোলা-লক্ষীপুর আ লিক ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা সড়কের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। অজ্ঞাত এই নারীর এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৪০। পড়নে কালো রংয়ের বোরকা পরিহিত। নাকে কানে স্বর্ণালংকার রয়েছে।

এসআই রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ওই নারী ভোলা-লক্ষীপুর আ লিক সড়কের গোডাউন এলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় ভোলা থেকে ইলিশাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা।

ভোলা সদর মডেল থানার ওসি মোঃ শাহিন ফকির জানান, মাইক্রোবাসটি ভোলা সদর মডেল থানায় পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: