প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

বাবা হলেন মোহাম্মদ রিজওয়ান

   
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ২৭ জানুয়ারি ২০২৩

ছবি - সংগৃহীত

পাকিস্তানি তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন। বাংলাদেশে খেলতে এসে রিজওয়ান নিজের খেলার সঙ্গে কুমিল্লা দলের খেলোয়াড়দের সাহায্য করছেন নিয়মিত। রিজওয়ান যখন বিপিএলে ব্যাস্ত ঠিক তখনি বাবা হওয়ার সুখবর পেলেন। শুক্রবার (২৭ জানুয়ারী) এক টুইট করে এমনটা জানান এই ক্রিকেটার।

পাকিস্তানের উইকেট-রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান যিনি ইতিমধ্যেই দুই মেয়ের বাবা হয়েছেন। শুক্রবার তৃতীয় কন্যার জন্ম দিয়েছেন। কন্যার বাবা হওয়ার পর এই তারকা টুইটারে লিখেছেন, প্রিয় নবী মুহাম্মদ সাঃ বলেছেন, আপনি যদি আপনার মেয়েদের ভরণপোষণ দেন এবং তাদের যত্ন নেন তবে আপনি জান্নাতে আমার সাথে থাকবেন।”

রিজওয়ান কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন, “আলহামদুলিল্লাহ,”। এটা আল্লাহর রহমত যে তিনি কন্যা সন্তান লাভ করেছেন। এই ক্রিকেটারের বাবা হওয়ার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। সমর্থকরা অভিনন্দন জানান ও মেয়ের সুস্থতা কামনা করেন।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: