প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

কেরানীগঞ্জে সরকারি খাল ভরাটে আবাসন কোম্পানিকে জরিমানা

   
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, ২৭ জানুয়ারি ২০২৩

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সরকারি খাল ভরাট করার অভিযোগে একটি আবাসন কোম্পানিকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল বিন করিমের নেতৃত্বে উপজেলার ব্রাহ্মণকিত্তা এলাকায় সোনার বাংলা গ্রীণ সিটিতে অভিযান চালানো হয়।

এসময় ড্রেজার পাইপ দিয়ে নিচু জমি, পুকুর ও সরকারি খাল ভরাট করার অপরাধে এক কর্মচারীকে আটক করা হয় এবং প্রকল্পের পরিচালক আব্দুর রহমানের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে আদালত চলাকালে নগদ এক লক্ষ টাকা প্রদান করে আগামী ৪ দিনের মধ্যে ভরাট করা মাটি অপসারণ করার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়।

এ সময় কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী জীবন বিশ্বাস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: