প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মাসুদ রেজা শিশির

রাজবাড়ী প্রতিনিধি

পাংশায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্বোধন

   
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ২৮ জানুয়ারি ২০২৩

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধনী বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মাসুদুর রহমান রুবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন প্রমুখ। বেলা ১ টায় সমাপনী ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগীতায় উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌর সভার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করছে ইউনিয়ন পর্যায়ে বিজয়ীরা এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। এ সময় পাংশা উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক মন্ডলীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: