গ্রুপসেরা ব্রাজিল, আর্জেন্টিনার বিদায়

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ০১:১৯ পিএম

বড়রা বিশ্বচ্যাম্পিয়ন হলেও ছোটরা তাদের পথে হাটতে পারলেন না।  দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। আজ ভোরে ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছে মাশচেরানোর শিষ্যরা। আর্জেন্টিনা বিদায় নিলেও এই আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে ব্রাজিল।

চলতি আসরে নিজেদের প্রথম দুটি ম্যাচেই হেরেছিল আর্জেন্টিনা। তৃতীয় ম্যাচে পেরুর বিপক্ষে জয় তুলে নেয় তারা। তিন ম্যাচ শেষে ৩ পয়েন্ট পাওয়ায় কলম্বিয়ার বিপক্ষে আজ জিততেই হতো। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গেছে আর্জেন্টিনা। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপে চতুর্থ হয়েছে তাঁরা।

এদিকে গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও জয় পেয়েছে ব্রাজিলের যুবারা। প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে পরবর্তী রাউন্ডে গেছে ব্রাজিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: