বর্তমান সরকার থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না: ফখরুল

ছবি - সংগৃহীত
পদযাত্রা কর্মসূচির মধ্যদিয়ে বিএনপি নতুন আন্দোলন শুরু করেছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। নীরব প্রতিবাদের মধ্য দিয়ে সরকারকে বার্তা দিতে চায় বিএনপি। দ্রব্যমূল্য বেড়েছে, বিরোধী দলকে দমনে নির্যাতন করছে ক্ষমতাসীনরা। ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।
শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় পদযাত্রা কর্মসূচির শুরুর আগে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পালাবার পথ পাবে না বর্তমান সরকার। শান্তিপূর্ণভাবে বিএনপি আন্দোলন করে দাবি আদায় করতে চায়। গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচিটি দুপুর আড়াইটায় শুরু হয়। মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এ সময় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্য কোনো চিন্তা করে লাভ হবে না। ১৪/১৮ এর মতো নির্বাচন হতে দেয়া হবে না। অন্যথায় রাজপথের আন্দোলনে দাবি আদায় করা হবে।
গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে স্লোগান, মিছিল ও সমাবেশের বাইরে রাজধানীতে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নিঃশব্দ পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। চারদিনের এ কর্মসূচির প্রথমদিন বাড্ডায় সুবাস্তু ভ্যালি থেকে পদযাত্রা শুরু হয়ে মালিবাগে আবুল হোটেলের সামনে শেষ হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজক। এছাড়া ৩১ জানুয়ারি গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা কর্মসূচির আয়োজকও উত্তর বিএনপি। মহানগর দক্ষিণের উদ্যোগে ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা দিয়ে শেষ হবে চার দিনের এ কর্মসূচি। সব কর্মসূচিই দুপুর ২টায় শুরু করা হবে।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: