প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

লাদেনের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয় ফখরুলের: সিটিটিসি

   
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ২৮ জানুয়ারি ২০২৩

ছবি: সংগৃহীত

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বলেছেন, আফগানিস্তানফেরত ফখরুল ইসলামের বাড়ি নোয়াখালী জেলায় হলেও গাজীপুরে অবস্থান করতো। এ ফখরুলের একাধিকবার ওসামা বিন লাদেনের সঙ্গে দেখা হয়েছে। আফগান যুদ্ধ শেষ হলে ভারত হয়ে বাংলাদেশে আসেন তিনি। নতুন করে সংঘটিত করার চেষ্টা করছিল তারা। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদদর (হুজি) ছয় সদস্যকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল তারা, দেশের বাইরের কিছু সদস্যও আছে। হরকাতুল জিহাদের পুরাতন সদস্যরা, নতুন সদস্য সংগ্রহের জন্য কাজ করছিল। সদস্য সংগ্রহের জন্য অনেকবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে তারা। একটি চ্যানেলের মাধ্যমে কনটেন্ট বানাতো, হামলার জন্য পরিকল্পনা করছিল। বাস্তবায়নের আগেই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, তারা রোহিঙ্গা ক্যাম্পে কিছু সাকসেস পেয়েছে। কিছু সদস্যকে তাদের সঙ্গে নিয়েছে। তাদের পরিকল্পনা ছিল পাহাড় কেন্দ্রিক প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা। যারা এখনও গ্রেপ্তার হয়নি, তারা নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। তারা রোহিঙ্গা ক্যাম্পে টাকা দিয়েছে। কিন্তু কী পরিমাণ দিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি; রিমান্ডে নিলে আরও তথ্য পাওয়া যাবে।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: