প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

আবু সালেহ মুসা

স্টাফ করেসপন্ডেন্ট

‘ভাগ্য ভালো হলে আরও ভালো কাজ করব’

   
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ২৮ জানুয়ারি ২০২৩

চলচ্চিত্র ও ওটিটি প্লাটফর্মের জনপ্রিয় এক মুখ চিত্রনায়িকা তমা মির্জা। অভিনয়ের ঝলকানি দিয়ে কুড়িয়েছেন প্রশংসা আর জায়গা করে নিয়েছে দর্শকের হৃদয়ে। বর্তমানে তমার হাতে বেশকিছু সিনেমা ও ওয়েবের কাজ রয়েছে।

তমা মির্জা বলেন, কোভিডের কারনে ওটিটিতে একটু বেশী কাজ করা পরেছে। যথা কারনে, ওটিটির অনেকগুলো কাজ প্রস্তত আছে। এছাড়া অনেকেই বলছেন নতুন তমাকে দেখছি, এটার কারন হল ওটিটি। আমি বলব, নতুন তমার জন্মস্থান হল ওটিটি। তবে দর্শক যে ভিন্ন স্বাদের গল্প ভালোবাসে তার প্রমান আমরা পেয়েছি দামাল, পরাণ, হাওয়া ও অপারেসন সুন্দরবনের মাধ্যমে। তাই ভিন্ন স্বাদের গল্প দিয়েই কাজ করতে চাই।

তমা আরও বলেন, যদি আমার ভাগ্য ভালো হয়’তো আরও অনেক ভালো ভালো কাজ করব। আর যদি দর্শকের কাছে আমার কাজ ভালো না লাগে তাহলে ধীরে ধীরে আর কাজ করা হবে না।

‘নদীজন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তমা মির্জা। তারপর থেকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের ক্ষুধা জন্মায় তার। এরপর ‘গহীনে গান’,‘ডার্ক সাইট অব ঢাকা’ সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। এরপর ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘৭ নাম্বার ফ্লোর’-এ তার অভিনয় তাকে বেশ আলোচিত করে তোলে। সবশেষ ওয়েব প্ল্যাটফর্ম চরকির ‘ক্যাফে ডিজায়ার’ এ দেখা গেছে তাকে।

তুহিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: