প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ মনিরুজ্জামান

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে বিষ দিয়ে বোরো ধানের চারা পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা

   
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ২৮ জানুয়ারি ২০২৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগাছা মারা বিষ দিয়ে বোরো ধানের চারা পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। এতে ৭০ বিঘা জমিতে এই চারা লাগানো যেত বলে ক্ষতি গ্রস্থরা দাবী করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ-চান্দুনিয়া গ্রামে।

ক্ষতিগ্রস্থ কৃষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ উদ্দিন(৮০), জায়দুল (২৫), কফিল (৩০) দুলাল (৫০) জানান, গত বৃহস্পতিবার রাতে দুবৃত্তরা তাদের জমিতে লাগানো ইরি চারা ক্ষেতে আগাছা মারার বিষ প্রয়োগ করে। তারা গত শুক্রবার দেখতে পায় চারা গাছ পুড়ে হলুদ বর্ণ ধারণ করেছে। এখন মেশিন দিয়ে জমি তৈরী করে চারার অভাবে তারা ধান লাগাতে পারছেননা।

জানা গেছে, ২০ বিঘা জমি নিয়ে প্রতিবেশীর সাথে বীর মুক্তি যোদ্ধা সৈয়দ উদ্দিনের মামলা চলছে। এই মামলার কারণে তারা বিষ প্রয়োগ করতে পারে বলে ভুক্তভোগি কৃষকদের ধারণা। বিরাজ রাসেল ও আব্দুস সালাম জানান, আমাদের সাথে কারো কোন মামলা নেই। কিন্ত ঐ মুক্তিযোদ্ধার পাশের জমি আমাদের হওয়ায় আমাদের লাগানো চারা খেতেও বিষ প্রয়োগ করা হয়েছে। বিঘা প্রতি তিন হাজার টাকা দিয়েও চারা গাছ পাওয়া যাচ্ছেনা। কিভাবে ১২ জন কৃষকের প্রায় ৭০ বিঘা জমিতে চারা লাগাবেন এনিয়ে দুঃচিন্তায় রয়েছেন তারা। এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বঙ্গ সোনাহাট ইউপি চেয়ারম‍্যান মাইনুল ইসলাম লিটন ঘটনাটি শুনেছেন বলে জানান। ভুরুঙ্গামারী থানার ওসি তদন্ত আজাহার আলী জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: