প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

অদ্বৈত কুমার আকাশ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে মানবতার সেবায় পুরাতন বস্ত্র গ্রহণ ও বিতরণ

   
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, ২৮ জানুয়ারি ২০২৩

বগুড়ার নন্দীগ্রামে মানবতার সেবায় পুরাতন শীত বস্ত্র গ্রহণ ও বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) পল্লী উন্নয়ন সহায়ক সংঘ ও পল্লী উন্নয়ন সহায়ক মহিলা সংঘের আয়োজনে পৌর এলাকার ফোকপাল সড়ক পাড়ায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ৩শ ৫০টি পুরাতন বস্ত্র গ্রহণ ও ২শ ৮০ জন দরিদ্র মানুষের মাঝে বস্ত্রগুলো বিতরণ করা হয়।

এতে বক্তব্য দেন, অবসর প্রাপ্ত কৃষি কর্মকর্তা আকবর হোসেন, সমাজ সেবক আশরাফ আলী ও মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সমাজকর্মী শ্যামলী আকতার, অন্যন্যা আকতার, রুবি বেগম, তাসলিমা খাতুন, ইয়াসমিন বেগম ও শারমিন আকতারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: