‘বউ মারতে কারণ লাগে না’ তাই অকারণে তিথিকে মারেন আলভী

‘বউ মারতে কোনো কারণ লাগে না’ এমন কথা বলেই কারনে অকারণে তিথিকে মারধর করেন আলভী। এইতো সেদিন পানে চুন বেশী হওয়ায় মেরেছিলেন। এক থেকে দুই হলেই আর রক্ষা হয় না তিথির। অর্থাৎ একেকদিন একেক কারণে। আবার কোনোদিন অকারণেই। তবুও দুজন-দুজনকে ছাড়া থাকতে পারেন না।
তবে এমনটি বাস্তবে নয়, নাটকে। হ্যাঁ, এমনই হাস্যরস্য কাহিনি সংলাপ দিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘আজব মহব্বত’। ফেরারী ফরহাদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান। যার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা যাহের আলভী ও তিথি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, জয়নাল জ্যাক, সানজিদা মিলা ও নেয়ামত রহমান।
নাটকটি প্রসঙ্গে অভিনেতা যাহের আলভী বলেন, ‘নাটকে স্বামী-স্ত্রীর ভালোবাসা দারুণভাবে ফুটে উঠেছে। নির্মাতা নিখুঁতভাবে স্বামী-স্ত্রীর সম্পর্কটা তুলে ধরেছেন। আশা রাখছি দর্শক নিরাশ হবে না।’ সম্প্রতি তাদের নাটকটি মুক্তি পেয়েছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: