বরগুনায় বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩, ০৯:১২ পিএম

বরগুনা পৌর শহরের পিটিআই সড়কে আগুন লেগে মো. বাবুল হাওলাদারের বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সকালে প্রতিবেশীদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ঘন্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখনো ধারণা করা যাচ্ছে না।

প্রতিবেশী ও স্থানীয় বলেন, ডাক চিৎকার শুনে ছুটে যাই এবং ফায়ার সার্ভিসকে খবর দেই। কিন্তু তাদের আসতে আসতে ততক্ষণে সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ঘর মালিক বাবুল হাওলাদার বলেন, আমরা বাড়িতে ছিলাম না। তাই আগুন থেকে কোন কিছুই রক্ষা করতে পারেনি। আসবাবপত্রসহ চাল, ডাল সব পুড়ে ছাই হয়ে গেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: