প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আক্কাস আল মাহমুদ রিদয়

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি

বুড়িচংয়ে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

   
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ৩০ জানুয়ারি ২০২৩

কুমিল্লার বুড়িচংয়ে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার সঙ্গে অভিমান করে তাহসিন আহমেদ (১৬) নামে এক কলেজছাত্রের আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত ভোর রাত ৪ টার দিকে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই পূর্ব পাড়াতে। ওই শিক্ষার্থী স্থানীয় মোকাম ইউনিয়নের কোরপাই পূর্ব পাড়া গ্রামের প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে। নিমসার জুনাব আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

এ বিষয়ে থানার ওসি মারুফ রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ প্রেরণ করা হয়েছে।থানাতে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মোঃ অহিদুর রহমান জানান জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই পূর্ব পাড়া গ্রামের প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে তাহসিন আহমেদ (১৬) নামের নিমসার জুনাব আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র গত রোববার দিবাগত রাত ৪ টায় কেরির মারার ট্যাবলেট (বিষ) পান করেছে করে।

সূত্র আরো জানান পারিবারিক বিষয়ের জের ধরে কিছু দিন যাবত বিরোধ চলে আসছে। ভোর রাতে তাহসিন আহমেদের মা তাহমিনা আক্তার ছেলের বেড রুমে ছটফট করতে থাকে। এসময় ছটফটের শব্দ শুনে বুঝতে পারেন সে বিষ পান করেন। তাহমিনা আক্তার বাড়ির লোকজন এনে তাকে উদ্ধার করে গৌরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ইউপি সদস্য মোঃ অহিদুর রহমান আরও জানান স্থানীয় লোকজন জানিয়েছে এলাকার একটি মেয়ের সঙ্গে কলেজ ছাত্র তাহসিন আহমেদের প্রেম ছিল। প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেলে সে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে।

বুড়িচং থানার এস আই কাজী হাসান উদ্দিন বলেন খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে থানার ওসি মারুফ রহমান বলেন,থানাতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে প্রেমের ব্যর্থ হয়ে আত্মহত্যা কিনা তা তদন্তপূর্বক বলা যাবে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: