প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

জাহিদ মাহমুদ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

   
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, ৩১ জানুয়ারি ২০২৩

মেহেরপুর-কুষ্টিয়া লোকাল বাস টার্মিনালে শাহাবুদ্দিন(৫০) নামের এক গরু ব্যবসায়ের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (৩০ জানুয়ারী) বিকেলের দিকে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই।গরু ব্যবসাহী শাহাবুদ্দিন সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তরপাড়ায় মৃত খেদের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়াগামী লোকাল বাসের ভেতর নতুন বাস টার্মিনালে অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন পড়ে থাকতে দেখে তার আত্মীয়-স্বজনকে খবর দেয়। বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

শাহাবুদ্দিনের পরিবার সূত্রে জানা জায়,দীর্ঘদিন যাবত উক্ত ব্যক্তি গরু বেচাকেনা করতো। অন্যদিনের ন্যায় আজও গরু বেচাকেনা করার জন্য বামুন্দি হাটে যায় এবং হাট থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মইনুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে,বলে জানান থেকে এই পুলিশ কর্মকর্তা।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: