ব্যারিস্টার সুমনের পাশে মডেল পিয়া জান্নাতুল

   
প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, ৩১ জানুয়ারি ২০২৩

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে হাইকোর্টে রিট মামলা চলছে। এই রিট মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পাশে আছেন মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। তিনিও সুপ্রিম কোর্টের আইনজীবী। গত বছর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে পিয়া জান্নাতুল তালিকাভুক্ত হয়েছেন।

গতকাল (সোমবার) আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি সংক্রান্ত মামলার শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ব্যারিস্টার সুমন। পুরো সময় ব্যারিস্টার সুমনের পাশে ছিলেন আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। খোঁজ নিয়ে জানা গেছে, পিয়া জান্নাতুল ব্যারিস্টার সুমনের চেম্বারের অ্যাসোসিয়েটস আইনজীবী হিসেবে কাজ শুরু করেছেন।

রাজধানীর গুলশানে আব্দুস সালাম মুর্শেদীর বাড়ি সংক্রান্ত একটি প্রতিবেদন নিয়ে দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনকে এ নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এ বাড়ির বিষয়ে বিচারাধীন রুল নিষ্পত্তি পর্যন্ত মামলার বিষয়বস্তুকে (অন মেরিটে) প্রভাবিত করে এমন ভিডিও তৈরি ও প্রচার না করতেও নির্দেশ দেওয়া হয়েছে ব্যারিস্টার সুমনকে।

ভিডিও অপসারণ চেয়ে সালাম মুর্শেদীর করা আবেদনের শুনানির শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ সোমবার (৩০ জানুয়ারি) এ আদেশ দেন। এছাড়াও রুল শুনানির জন্য ৮ ফেব্রুয়ারি দিন রেখেছেন আদালত।

আদালতে সালাম মুর্শেদীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও সাঈদ আহমেদ রাজা। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। রাজউকের পক্ষে ছিলেন আইনজীবী জাকির হোসেন মাসুদ। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে গত ১ ডিসেম্বর আদালত এ মামলার বিষয়বস্তুকে (অন মেরিটে) প্রভাবিত করে, এমন নিউজ বা প্রতিবেদন না করতে সংবাদমাধ্যমকে নির্দেশ দেন হাইকোর্ট। গত ৩০ অক্টোবর রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ওই রিটের শুনানি নিয়ে প্রয়োজনীয় নথি দাখিলে রাজউক ও গণপূর্তকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

না.হাসান/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: