জয়পুরহাটে মঞ্চায়িত হলো নাটক `অন্য রকম দিগন্ত’

নাটক জীবনের প্রতিচ্ছবি এ শ্লাগান কে সামনে রেখে জয়পুরহাট থিয়েটারের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার রাত সাড়ে ৮ টায় মঞ্চস্থ হলো নাটক ”অন্য রকম দিগন্ত”।
যৌতুক প্রথার কুফলসহ সমাজের নানা দিক তুলে ধরে মঞ্চায়িত ”অন্য রকম দিগন্ত” নাটকে অভিনয় করেছেন উপস্থাপক বাশার, শাহেদ চরিত্রে শাহাদুল ইসলাম সাজু, আলবেলা চরিত্রে আলমগীর চৌধুরী, পৌড় ব্যক্তি মাহবুব আলম, মিসেস আলবেলা ঝিনুক, মি: লিলি আব্দুল লতিফ, মিসেস লিলি মুর্শিদা আকতার, আলবেলার পিতা সারোয়ার হোসেন, মিসেস আলবেলার পিতা উৎপল কুমার মন্ডল এবং মি: হা খা চরিত্রে হেলাল উদ্দিন।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমসহ বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন। আব্দুল মোত্তালিব রচিত ”অন্য রকম দিগন্ত” নাটকটি পরিচালনা করেন জয়পুরহাট থিয়েটারের সভাপতি নাট্য ব্যক্তিত্ব উৎপল কুমার মন্ডল। নাটক শেষে কলাকৌশলী ও অভিনয় শিল্পীদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে হলে মানুষকে মূল সংস্কৃতিতে ফিরে আনতে হবে। সুস্থ জীবনের জন্যও বিনোদনের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশে সুস্থধারার সংস্কৃতিকে এগিয়ে নেবার জন্য কাজ করছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: