বইমেলায় হামলার কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০১:০১ পিএম

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আসন্ন আমর একুশে বইমেলাকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘বইমেলায় অতীতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারও ওপর কোনো থ্রেট বা হামলার শঙ্কা নেই।’ তবে কোনো লেখক বা প্রকাশক নিরাপত্তার ঝুঁকিতে থাকলে পুলিশকে জানালে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘পুরো বইমেলা ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশের সদস্যরা মোতায়েন থাকবেন। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক থাকবে।’ নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘আর্চওয়ে গেট দিয়ে মেলায় প্রবেশ করতে হবে। পুরো এলাকায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে। বই ব্যবসায়ীরা রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত গাড়ি নিয়ে মেলায় প্রবেশ করতে পারবেন।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: