কামারখন্দে রেল লাইনে ফাটল, লাল কাপর উড়িয়ে ট্রেন থামালো স্থানীয়রা

সিরাজগঞ্জের কামারখন্দে মাত্র ২৫ দিনের ব্যবধানে আবারো রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এসময় ফাটল দেখে ভয় পেয়ে লাল কাপড় উড়িয়ে ট্রেন থামায় স্থানীয়রা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ছাগলা পাগলা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মালবাহী ট্রেন কাপড় উড়িয়ে থামানো হয়েছিলো। পরে ট্রেন চালক ফাটলটি দেখে ট্রেনটি ধীরগতিতে ফাটলের স্থানটি পার করেন। স্থানীয়রা আরও জানান, দ্রুত ফাটলের অংশ মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।
কামারখন্দ ষ্টেশন মাষ্টার আব্দুর রহমান জানান, রেল লাইনে যে ফাটল দেখা দিছে তাতে ট্রেন চলাচলের কোন সমস্যা হচ্ছে না। ট্রেন তার নিয়মিত গতিতেই পার হচ্ছে। এমন সমস্যা প্রায়শই হয়ে থাকে। এতে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। তবে এটি মেরামতের দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ৬ই জানুয়ারি উপজেলার ঝাঐল ইউনিয়নের চালা এলাকায় এমন ফাটল দেখা দিলে এলাকাবাসী লাল কাপর উড়িয়ে ট্রেন থামিয়ে দেয় স্থানীয়রা, পরে পি ডব্লিউ এর লোকজন এটা ঠিক করে লাইন ক্লিয়ার করে দেয়, তখনও গাড়িটি ১ঘন্টা দাড়িয়ে থাকে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: