প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

কামরুজ্জামান জসিম

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মোংলা ইপিজেডের আগুন

   
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ৩১ জানুয়ারি ২০২৩

মোংলা ইপিজেডের ভিআইপি-০১ লাগেজ ফ্যাক্টরীতে লাগা আগুন এখনও জ্বলছে। বিকেল ৩টায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে আগুন লাগার সূত্রপাত এখনও জানাতে পারেনি ইপিজেড ও ভিআইপি ফ্যাক্টরী কর্তৃপক্ষ।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক ও ভিআইপি-০১ ফ্যাক্টরীর প্রধান এইচআর এডমিন মোঃ মিজান জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ লাগেজ ফ্যাক্টরীটিতে আগুন লাগে। সেই থেকে এখনও পর্যন্ত ধাউ ধাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে মোংলা ইপিজেড, মোংলা নৌবাহিনী, মোংলা বন্দর ও বাগেরহাট ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনে পুড়ছে ফ্যাক্টরীটির একতলা বিশিষ্ট পুরো ফ্লোর।

ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, এ অগ্নিকাণ্ডে কেউই দগ্ধ ও হতাহত হয়নি। আগুন এখনও নিভেনি, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে আগুন শুধু একতলা বিশিষ্ট ভিআইপি-০১ ফ্যাক্টরীতেই সীমাবদ্ধ রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে বলেও জানান তিনি। তবে ভিআইপি ফ্যাক্টরী বলছে শট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

ভিআইপি-০১ নম্বর লাগেজ ফ্যাক্টরীর প্রধান প্রশাসন ও মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোঃ মিজান বলেন, আগুন লাগার সূত্রপাত এই মুহুর্তে নিশ্চিত বলতে পারছিনা। তবে শর্ট সার্কিট কিংবা ওয়েল্ডিং থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। আগুনে প্রায় ৩শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তিনি। এছাড়া এ অগ্নিকান্ডে কেউ হতাহত হননি বলেও দাবী তার। তিনি বলেন, ইপিজেডে ভিআইপির ৮টি ফ্যাক্টরী রয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: