প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মিজানুর রহমান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ৬টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র জব্দ

   
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, ১ ফেব্রুয়ারি ২০২৩

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৬টি অত্যাধুনিক বিদেশি এয়ারগান জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (৩১ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে দর্শনার ফুলবাড়ী সীমান্ত থেকে এসব অত্যাধুনিক এয়ারগান জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, চুয়াডাঙ্গা দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদ পেয়ে সীমান্ত ৮৬ নং পিলার থেকে ৫০০ গজ বাংলাদেশের ভিতরে বেদেপোতা মাঠ এলাকায় অবস্থান নেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে দুইজন ব্যক্তিকে মাথায় কার্টূন নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে বিজিবির সশস্ত্র টহল দল চোরাকারকারিদের ধাওয়া করে। তখন ওই চোরাকারবারিদল বস্তাটি ফেলে দৌড়ে ভূট্টার ক্ষেতের ভিতরে পালিয়ে যান। পরে বিজিবির সদস্যরা ফেলে যাওয়া কার্টূন দুটি থেকে ৬টি অত্যাধুনিক বিদেশি এয়ারগান উদ্ধার করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা করে অবৈধ এয়ারগানগুলো দর্শনা থানায় জমা দেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: