ধামইরহাটে ১২১০ অসহায় মানুষ পেল শীতবস্ত্র

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৬ পিএম

রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) থেকেঃ নওগাঁর ধামইরহাটে ১২১০ জন সুবিধা বি ত অসহায় মানুষ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সাড়ে ১১টায় হেক্স/ইপার এর সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে ধামইরহাট পৌর ভবনে এসব কম্বল বিতরণ করা হয়। উপজেলার ধামইরহাট, উমার, আড়ানগর ইউনিয়ন এবং ধামইরহাট পৌর এলাকায় এক হাজার দুইশত ১০ জন নারী-পুরুষদের মাঝে এসব কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, পৌর মেয়র মো. আমিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. নুরুজ্জামান হোসেন, উমার ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি এসএম ফকরুল বাশারসহ ডাসকো ফাউন্ডেশনের কর্মীবৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: